বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বগুড়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে ও দুষ্কৃতকারীদের বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।
রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সাতমাথা থানামোড় নবাববাড়ী সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম-সম্পাদক সাগর কুমার রায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাইন, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সাধারণ সম্পাদক অসিম কুমার রায় প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে যারা জরিত তাদের খুঁজে বের করে বিচারের করতে হবে। তা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে জেলার ধুনট উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৫টার দিকে ধুনট উপজেলার সারপট্টি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ শেষে ধুনট বাজারের চারমাথা ফলপট্টি এলাকায় পথ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা রিমান, ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ রাব্বি, সোহানূর রহমান, সজিব ইসলাম, মিশন তালুকদার, লাবনী, সোহানুর রহমান লিমন, সুলতান কাজী, আল-আমিন, নাঈম ইসলাম, মানিক ইসলাম, ওয়াসিম, সোহেল রানা, সবুজ, সম্রাট, সম্রাট, মাসুম তরফদার, আসিফ সরকার, রুমন ও ফরহাদ প্রমুখ।