আগামীকাল থেকে বগুড়ায় চালু হচ্ছে বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা
ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, ফেনীর ও লক্ষ্মীপুর এর পর বগুড়ায় জেলায় চালু হচ্ছে বিনামূল্যের জয় বাংলা অক্সিজেন সেবা। আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে বগুড়ায় চালু হচ্ছে জয় বাংলা অক্সিজেন সেবা। জেলার বাসিন্দারা বিনা মূল্য ওই অক্সিজেন সেবা পাবেন।
প্রাথমিকভাবে ১২ টি সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করলেও তাদের কাছে এখন সিলিন্ডার রয়েছে ৫৬ টি। শুধু তাই নয়, ব্যক্তিগত মোটরসাইকেল যোগে সেই সিলিন্ডার রোগীর বাড়িতে পৌঁছে দেন তারা।
ডাকসু সদ্য সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী আজকেরবিডিকে জানান, খুলনা বিভাগীয় শহর, সিরাজগঞ্জ এবং কক্সবাজার চালুর কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ডাক্তারের প্রেসক্রিপশন থাকা সাপেক্ষ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এই সেবাটি। এই দুর্যোগে আমরা ভাই-বন্ধু হয়ে একে অপরের পাশে থাকবো। আমরা সবাই মিলে এই সংকট মোকাবেলা করবো ইনশাআল্লাহ।
ছাত্রলীগের উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স আজকেরবিডিকে বলেন, সময়ের প্রয়োজনে সংকটে দেশের পাশে দাঁড়িয়ে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ ও সক্ষমতা বিসর্জনের নিমিত্তেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। সেই সংগঠনের একজন আদর্শিক কর্মী হিসেবে মানবিক অনুভুতি থেকেই আমরা সামর্থের সর্বোচ্চটুকু দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এই কার্যক্রমে সহায়তা করেছেন বিভিন্ন পেশায় নিয়োজিত আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক কিছু বড় ভাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, আমার পরিবার। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। বর্তমানে আমরা একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। শুধু ছাত্র সংগঠন নয় এই মহামারিতে সবাইকে ভাই-বন্ধু হয়ে একে অপরের পাশে দাঁড়াতে হবে।
ডাকসু সদ্য সাবেক সদস্য রফিকুল ইসলাম সবুজ আজকেরবিডিকে জানান, করোনার এই ক্রান্তিকালে আমাদের সেবা অব্যাহত থাকবে। যতদিন বাংলাদেশ করোনামুক্ত না ঘোষিত হবে ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত ২৫ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদ্য সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর উদ্যোগে ও ছাত্রলীগের উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসু সদ্য সাবেক সদস্য রফিকুল ইসলাম সবুজের সহযোগিতায় এই সেবা কার্যক্রম চালু হয়। প্রথমদিকে ঢাকায় এ সেবা চালু হলেও বর্তমানে সারাদেশে এ সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। এ পর্যন্ত আড়াই হাজারেরও বেশী মানুষকে এ সেবা দিয়েছেন। এই সেবা পেতে হলে চিকিৎসকের ব্যবস্থাপত্র ও জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। সেবা কার্যক্রমের প্রথম পর্যন্ত সেবা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে সিলিন্ডার ফেরত দেওয়ার নিয়ম থাকলেও এখন তা বাড়ানো হয়েছে।
বগুড়ায় স্বেচ্ছাসেবকদের মুঠোফোন নম্বর হলো : ০১৮১৯১৩৯৭৮০, ০১৮১৮২২৯৯৮৪ , ০১৭৭৩৫১১২০৯ ও ০১৭৯২৭৬৫২৫২ ।
সারা দেশের মানুষ যাতে এই সেবা পায় সেজন্য উদ্যোক্তারা ফেসবুক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমেই এই প্রচারণা চালাচ্ছেন উদ্যোক্তারা।