কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি;
নানা জল্পনা-কল্পনার পর অবশেষে কক্সবাজার জেলা ছাত্রলীগ এর নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সাদ্দাম হোসাইনকে কমিটির সভাপতি ও আবু মো. মারুফ আদনানকে সাধারণ সম্পাদক করে ১৪ জনের আংশিক কমিটি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ছাত্রলীগ কেন্দ্রীয় শাখার সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন।
আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগ এর সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখা কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো। একইসঙ্গে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে আগামী আগামী এক বছরের জন্য নিম্মুক্ত কমিটি অনুমোদন দেয়া হলো।
নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে সদ্য বিলুপ্ত কক্সবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক করা হয়েছে উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মারুফ আদনানকে।
নতুন কমিটির বাকী সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. মঈন উদ্দীন, কাইসার উল আলম মুন্না চৌধুরী, বোরহান উদ্দিন খোকন, নারিমা জাহান। যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, সাজ্জাদুল হক, মো. শওকত হোসেন পেকুয়া। এছাড়া ওয়াসিফ কবির কামরুজ্জামান হিরু, এরশাদুল হক মিলন, গাজীর নাজমুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ ডিসেম্বর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা ছাত্রলীগ এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের এক মাস পর ২০১৫ সালের ১০ জানুয়ারি ইশতিয়াক আহমেদ জয়কে সভাপতি ও ইমরুল হাসান রাশেদকে সাধারণ সম্পাদক করে ঘোষিত হয় কমিটি। সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান যুগ্ম-সম্পাদক মোর্শেদ হোসেন তানিম।