Saturday, November 23, 2024
রাজনীতি

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্মেলনের প্রায় ১১ মাস পরে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের চূড়ান্ত কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই কমিটি অনুমোদ দেয়া হয়।

তবে একজন মৃত্যুবরণ করায় এবং আরেকজন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় এ দুটি পদ শূন্য রেখেই কমিটি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে পরামর্শক্রমে জাতীয় শ্রমিক লীগের নবনির্বাচিত কমিটির পূ্র্ণাঙ্গ তালিকা আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।

গত বছরের ৯ নভেম্বর জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে ফজলুল হককে সভাপতি এবং কেএম আযম খসরুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। একই দিনে কার্যকরী সভাপতির দায়িত্ব পান মোল্লা আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ মারা যাওয়ায় তার পদটি ফাঁকা রয়েছে। ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতির একটি পদও ফাঁকা রয়েছে। ওই পদে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের নাম সুপারিশ করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের ২১তম সম্মেলনে তাকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য পদে দায়িত্ব দেয়া হয়। এই কারণে শ্রমিক লীগ থেকে তার নাম বাদ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *