করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
করোনায় আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
জানা গেছে, কিছুদিন আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের করোনা উপসর্গ দেখা দেয়। গত ৪ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে কক্সবাজারের ল্যাবে পাঠানো হয়। শনিবার (৬ জুন) পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
শনিবার (৬ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত হয়েছেন। বান্দরবানের স্থানীয় চিকিৎসায় তার তেমন কোনো উন্নতি হয়নি। তাই রোববার (৭ জুন) তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হবে।