ঈদ সামগ্রী বিতরণ করেছে ঢাবি শহীদুল্লাহ হল ছাত্রলীগের সাঃ সম্পাদক রিফাত
করোনায় কর্মহীন হয়ে পড়া গরিব-অসহায় ১০০ শতাধিক পরিবারকে ঈদ উপহার সামগ্রী উপহার দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত।
২৩ মে (শনিবার) জামালপুর সদরের ৭ নং ঘোড়াধাপ ইউনিয়নের ১০০ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল তিন কেজি চাল, এক কেজি পোলাও চাল, এক প্যাকেট সেমাই, এক কেজি চিনি, এক কেজি লবণ, এক প্যাকেট দুধ, এক প্যাকেট নুলুডস,হাফ লিটার তেল।
উল্লেখ্য, করোনা মহামারির এই দুর্যোগকালীন অবস্থায় সারা দেশ জুড়ে কর্মহীন হয়ে পড়েছে গরিব-অসহায় মানুষ। মানবেতর দিন কাটানো এসব কর্মহীন মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহব্বানে সাড়া দিয়ে সামান্য এই আয়োজন বলে জানান আরিফ হোসেন রিফাত।
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত আরো বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে ১০০ শতাধিক পরিবারকে নিজে ঈদ উপহার সামগ্রী দিয়েছি। সেই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় ছাত্রলীগের পাশাপাশি সমাজের বিত্তবান ও স্থানীয় সামর্থবান ব্যক্তিদের দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে থাকার জন্যও অনুরোধ জানান।