সিদ্দিকী নাজমুলের সহয়তায় ঘোড়াধাপ ইউনিয়নে ঈদসামগ্রী বিতরণ
করোনায় কর্মহীন হয়ে পড়া গরিব-অসহায় ১০০ পরিবারকে ঈদ উপহার সামগ্রী উপহার দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত।
২৩ মে (শনিবার) জামালপুর সদরের ৭ নং ঘোড়াধাপ ইউনিয়নের ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল তিন কেজি চাল, এক কেজি পোলাও চাল, এক প্যাকেট সেমাই, এক কেজি চিনি, এক কেজি লবণ, এক প্যাকেট দুধ, এক প্যাকেট নুলুডস,হাফ লিটার তেল।
উল্লেখ্য সিদ্দিকী নাজমুল এর সহয়তায় জামালপুরে ১০০০ পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয়। এছাড়াও করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ২ হাজার ৫০০ পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, একটি সাবান বিতরণ করেছেন।
করোনা মহামারির এই দুর্যোগকালীন অবস্থায় সারা দেশ জুড়ে কর্মহীন হয়ে পড়েছে গরিব-অসহায় মানুষ। মানবেতর দিন কাটানো এসব কর্মহীন মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহব্বানে সাড়া দিয়ে সামান্য এই আয়োজন বলে জানান আরিফ হোসেন রিফাত।