কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পান্নার ঈদ সামগ্রী বিতরণ
বগুড়ায় কর্মহীন পরিবারের সাথে ঈদের সমআনন্দ ভাগাভাগি করার নিমিত্তে শুক্রবার সকালে শহরের টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে ২৫০ জন দু:স্থ ও অসহায় মহিলা আওয়ামী লীগের কর্মীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্নার ঈদ সামগ্রী বিতরণ।
শুক্রবার (২২ মে) সুলতানা রাজিয়া পান্নার নিজস্ব অর্থায়নে ঈদ-সামগ্রী বগুড়া শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই প্রতিপাদ্য বিষয়কে মনেপ্রাণে লালনের মধ্য দিয়ে তিনি মুসলিম ও হিন্দু পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ এটিকে প্রাধান্য দেয়ার এবং মানবিক সাহায্যের জন্যই মূলত এ ধরণের আয়োজন করেছেন সুলতানা রাজিয়া পান্না।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নভেল করোনা ভাইরাস মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এ দেশের কর্মহীন প্রতিটি মানুষের ঘরে ঘরে খাবার, নগদ অর্থ ও রেশনকার্ড বিতরণ করছেন। সরকারের পাশাপাশি আমাদের মত মানুষদেরও কর্মহীনদের পাশে দাঁড়ানো উচিত।
এ সময় সাবেক সাংসদ কামরুন্নাহার পুতুল এর মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে ১মিনিট নিরবতা পালন করেন এবং দেশ ও জাতির কল্যানে দোয়া ও মোনাজাত করেন।
উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপনেত্রী অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, সহ-সভাপতি হাবিবা খাতুন ঝর্ণা, সাধারন সম্পাদক সুরাইয়া নিগার ডরথি, যুগ্ম সাধারন সম্পাদক স্বপ্না চৌধুরী, হেফাজত আরা মিরা, কহিনুর, নিলুফা ইয়াসমিন, মুন্নি সাবেরা, সাংগঠনিক সম্পাদক নাসরিন রহমান, শহর কমিটির সভাপতি বিলকিছ বেগম, সাধারন সম্পাদক হোসনে আরা হাসি সহ প্রমূখ।