Saturday, November 23, 2024
বাংলাদেশ

শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী দিয়েছেন রাবি ছাত্রলীগ সভাপতি কিবরিয়া

করোনা ভাইরাসের ফলে মানুষের আয় রোজগার বন্ধ। এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় আর্ত মানবতার সেবায় অনেকেই ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া এই দুর্যোগকালিন সময়ে কর্মহীন শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী দিয়েছেন।

বুধবার (২০মে) তার নিজ উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দোকানে কর্মরত কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৩০ নং ওয়ার্ডের কর্মহীন শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী পৌছে দিয়েছেন । উপহার সামগ্রির মধ্যে ছিল লাচ্ছা সেমাই , চিনি , তরল দুধ এবং পোলা এর চাল। করোনার প্রাদুর্ভাব দিন দিন যেমন বাড়ছে, তেমন ছাত্রলীগের ব্যতিক্রমী ইতিবাচক কার্যক্রম নানাভাবে খবরের শিরোনাম হচ্ছে।

রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, “করোনা ভাইরাসের এই দুর্যোগ একটি বৈশ্বিক সমস্যা, যার যার অবস্থান থেকে এই দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি তারই ধারাবাহিকতায় আমরা সাধারণ কর্মহীন মানুষের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করলাম এবং এর পরবর্তীতে এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে।

এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ আল আমিন, উপ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, রাবি ছাত্রলীগের কর্মী রুহুল আমিন‌, শাকিলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *