Sunday, November 24, 2024
বাংলাদেশ

দক্ষিনখানে যুবলীগ নেতা বরাদুল ও ছাত্রলীগ নেতা জুয়েলের ত্রান বিতরণ

রাজধানীর দক্ষিনখান থানার অন্তর্গত ৪৮ নং ওয়ার্ডের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রান বিতরণ বিতরণ করেছে দক্ষিনখান ইউনিয়ন যুবলীগ (দ:) এর সাধারন সম্পাদক জনাব মো: বরাদুল আলম চান্দু ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জুয়েল। ত্রাণ বিতরণ করা হয় প্রায় ৩৫০ পরিবারের মাঝে।

রবিবার (০৩ মে) দক্ষিনখান ইউনিয়ন যুবলীগ (দ:)এর বিপ্লবী সাধারন সম্পাদক জনাব মো: বরাদুল আলম চান্দু ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জুয়েলের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার ত্রান বিতরণ করা হয়। প্রায় ৩৫০ পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

এ সময়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জুয়েল বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার মানুষজনকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছে। তাই অসহায় ও হতদরিদ্র মানুষজন খাদ্য সংকটে তাদের কষ্ট কিছুটা লাঘবের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দেশরত্ন শেখ হাসিনা বলেছেন ‘সততাই শক্তি, মানবতাই মুক্তি’। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট সাহারা আপার দিকনির্দেশনায়, আমাদের ব্যাক্তিগত উদ্দ্যোগে এই ত্রান কর্মসুতি করে যাচ্ছি।

জুয়েল বলেন, ছাত্রলীগের প্রতিটি কর্মী দেশের দুর্যোগকালীন মুহূর্তে প্রতিবারের ন্যায় এবারও এগিয়ে এসেছে, ভবিষ্যতেও থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় অসহায় গরিবদের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

যুবলীগ নেতা বলেন, বিশ্বব্যাপী এ মহামারীর শুরু থেকে আমরা সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করছি। আজ আমরা গরিব অসহায় প্রায় ৩৫০ পরিরারকে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী দিয়েছি।

করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকুন এবং এই ভাইরাস সম্পর্কে মানুষকে যার যার জায়গা থেকে সচেতন করুন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মজিবুর রহমান ও উত্তরা পশ্চিম থানার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহেদ মোস্তফা এবং যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *