বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
খেলাধুলা

মাঠে নামতে তৈরি হচ্ছে জিদানের দল রিয়াল মাদ্রিদ

স্পেনে করোনার প্রকোপ একটু কমেছে, লকডাউনও আস্তে-ধীরে তুলে নিচ্ছে সরকার। স্থগিত থাকা লা লিগার বাকিটুকু শুরু করার প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো। সরকারের স্বাস্থ্য নির্দেশিকা মেনে সাজানো হচ্ছে ভালদেবেবাসকে। এই অনুশীলন কেন্দ্রেই আগামী ১১ মে থেকে  শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের অনুশীলন। তবে রিয়াল মাদ্রিদের শুরুতে অবশ্যই আলাদা আলাদাভাবে করবে ব্যক্তিগত অনুশীলন।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, করোনার বিরুদ্ধে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে খুব কমসংখ্যক খেলোয়াড় ও কোচিং স্টাফেরই প্রথমত ভালদেবেবাসে ঢোকার অনুমতি দেওয়া হবে। কড়াকড়িভাবে সামাজিক দূরত্ব মেনেই রিয়াল মাদ্রিদের হবে অনুশীলন।

স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের বিধি অনুযায়ী কোনও খেলোয়াড়ের শরীরে করোনার উপসর্গ দেখা না গেলে, অথবা কেউ যদি আক্রান্তের সংস্পর্শে না যান, তাদের করোনা পরীক্ষা করার দরকার নেই। তবে লা লিগা খুব কড়াকড়ি নিয়ম করেছে, করোনাভাইরাস পরীক্ষা না করে কেউ খেলায় ফিরতে পারবে না। আর আগামী সপ্তাহ থেকেই শুরু হবে পরীক্ষা। খেলোয়াড়, কোচ এবং কোচিং স্টাফের সবাইকে এই পরীক্ষা দিতে হবে।

লা লিগার আগেই আর্সেনাল-টটেনহামসহ কয়েকটি ক্লাবের খেলোয়াড়েরা ব্যক্তিগতভাবে অনুশীলন সেসন শুরু করেছে। জার্মানির বুন্দেসলিগার ক্লাবগুলো ছোট ছোট দলে ভাগ হয়ে অনুশীলন করে আসছে সেই ৬ এপ্রিল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *