Sunday, November 24, 2024
বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক পরিবারের পাঁচ নারীর করোনা জয়

শনিবার (২ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পাঁচ নারীকে আনুষ্ঠানিকভাবে করোনা জয়ী ঘোষণা করা হয়।  করোনাভাইরাসে আক্রান্ত এক পরিবারের পাঁচ নারীর করোনা জয় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে

করোনা ভাইরাসের কারণে পোশাক কারখানা বন্ধ হয়ে গেলে ৭ এপ্রিল দুই বোন বাড়ি ফিরলেও অজুফার শরীরে জ্বর দেখা দেয়। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিলে গত ১১ এপ্রিল ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য বিভাগের করোনা ইউনিট অজুফার নমুনা সংগ্রহ করে। ফলাফল আসলে তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। পরে তাকে ময়মনসিংহ এসকে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়।

অজুফার পর তার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিভাগ। পরে ১৬ এপ্রিল ফলাফলে পাঁচ নারীর অজুফার দুই বোন শাপলা ও অনুফা, ফুফু আখিনূর ও চাচি আঙ্গুরা বেগমের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

ওই অবস্থায় পরিবারটির চার সদস্যকে বাড়িতে হোম আইসোলেশনে রেখে স্বাস্থ্য বিভাগ চিকিৎসা সেবা প্রদান শুরু করে।

হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে অনুফা ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের কার্যালয়ে যান। পরে প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ উপহার দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হবার পরিবারটি তাদের তত্ত্বাবধানে থেকে নিয়ম মেনে চিকিৎসা নেন। এতে তারা সুস্থ হয়ে ওঠেন। অজুফা এসকে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন। নিয়ম মেনে আক্রান্ত রোগীরা ঘরে থেকে চিকিৎসা নিলে করোনামুক্ত হয়ে উঠবে।

অপরদিকে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া চার নারীকে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নূরুল হুদা খান ছাড়পত্র দিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে করোনাজয়ী ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *