Sunday, November 24, 2024
জাতীয়

করোনা ইউনিট চালু ঢামেকে

শনিবার (২ মে) থেকে করোনা ভাইরাসে আক্রান্তদের পরীক্ষাসহ চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিট চালু করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানান, হাসপাতালের বার্ন ইউনিটকে করোনা ইউনিট এর জন্য প্রস্তুত করা হয়েছে। এখন থেকে এই ইউনিটেই করোনাভাইরাসের পরীক্ষা করা হবে। এখানে করোনা উপসর্গ নিয়ে যেসব রোগী আসবে প্রথমে তাদের পরীক্ষা-নিরীক্ষার পরে এখানেই আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে। আইসিইউ, এইচডিইউসহ সব ব্যবস্থা রয়েছে।

শনিবার (২ মে) রাত নয়টা পর্যন্ত মোট ১৪ জন রোগী ভর্তি রয়েছে ঢামেকের এই করোনা ইউনিটে।

গত ১৫ এপ্রিল করোনা রোগীদের চিকিৎসা দেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর শুরু হয়। সব রোগী স্থানান্তরের পর করোনা ইউনিটটি চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *