Saturday, November 23, 2024
খেলাধুলা

মারা গেছেন আবাহনীর সেই বিদেশি ফরোয়ার্ড থুয়াম ফ্রাঙ্ক

২০১১ সালে কোটি টাকা পুরস্কারের সুপার কাপে থুয়াম ফ্রাঙ্ক নৈপুণ্যে শিরোপা জিতেছিল আবাহনী। ফাইনালে মোহামেডানের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়া আকাশী-নীল ব্রিগ্রেডদের হয়ে জোড়া গোল করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান তিনি। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচ অবশেষে জিতে শিরোপা উৎসব করে আবাহনী।

গত জানুয়ারিতে সাড়ে ৭ হাজার ইয়াবাসহ নিজ দেশের আরেক ফুটবলারের সঙ্গে চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশের কাছে গ্রেপ্তার হন ফ্রাঙ্ক। ক্যারিয়ারে সুনামের সঙ্গে দুর্নামও কুড়িয়েছেন এই ঘানাইয়ান ফরোয়ার্ড।

গ্রেপ্তার হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ০৪ জানুয়ারি থেকে কারাগারে ছিলেন তিনি। তবে ২৯ মার্চ থেকে শুষ্ক কাশি ও জ্বর থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবশ্য ফ্রাঙ্কের মৃত্যু করোনা ভাইরাসে হয়নি, এমনটাই দাবি জেল সুপারের।

তিনি বলেন, ‘ফ্রাঙ্কের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।’  ফ্রাঙ্কের মৃত্যুর কারণ হিসেবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সেপটিক শক’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *