Saturday, November 23, 2024
আন্তর্জাতিক

ইতালিতে আজ শেষ হচ্ছে লকডাউন

ইতালিতে রবিবার শেষ হচ্ছে লকডাউনের মেয়াদ। ইতালিতে করোনাভাইরাস পুরোপুরি নিয়ন্ত্রণ না হলেও লকডাউন শিথিলের ঘোষণা দেয়ায় সরকার ও বিরোধী দলের মধ্যে চলছে নানা বিতর্ক।  সোমবার থেকে উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকান পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা এক হাজার ৫৩৯ জন। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা এক লাখ ৭০৪ জন এবং দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ নয় হাজার ৩২৮ জন বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি। জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।

শনিবারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৯২ জন। এছাড়াও গত এপ্রিল মাসে মারা গেছে ২৮২ জন। এ নিয়ে শনিবার মোট মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছে ৪৭৪ জন। শুক্রবার এ সংখ্যা ছিল ২৬৯ জন। এ নিয়ে ইতালিতে মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৭১০জন। শনিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৬৬৫ জন। এদিন নতুন আক্রান্ত এক হাজার ৯০০ জন। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৯ হাজার ৯১৪ জন।

ইতালির ২১ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনার সবচেয়ে বেশি আক্রান্ত মিলান, বেরগামো, ব্রেসিয়া, ক্রেমনাসহ ১১টি প্রদেশ। শনিবার এ অঞ্চলে মারা গেছে ৩২৯ জন, যা শুক্রবারের চেয়ে ২৪১ জন বেশি। শুক্রবার এ সংখ্যা ছিল ৮৮ জন। শুধু এ অঞ্চলেই মৃতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে। এ অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার দুই জন। শনিবার মোট আক্রান্তের সংখ্যা ৫৩৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২১ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬ হাজার ৪৫৭ জন।

এদিকে দেশটির পারমা অঞ্চলে একটি হাসপাতালে কোনো রোগী না থাকায় হাসপাতালটিতে করোনা বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *