ইউএনও’র ঘরে ঠাঁই হলো কুড়িয়ে পাওয়া নবজাতকের
ধান ক্ষেতের আইলে কুড়িয়ে পাওয়া নবজাতক কন্যা সন্তানের মা হলেন ওই দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার। উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজার এলাকার একটি সেতুর পাশে ধান ক্ষেতের আইলে শনিবার বিকালে স্থানীয় কবিরুল ইসলাম নামে এক যুবকের চোখে পড়ে এই নবজাতককে। তিনি নবজাতক শিশুটিকে নিজ কোলে তুলে নিয়ে মা হিসেবে স্বীকৃতি দিলেন।
পরে তিনি শিশুটিকে স্থানীয় ইউপি সদস্য হারুন-উর-রশিদের কাছে নিয়ে আসেন। ইউপি সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহারকে জানান। তিনি তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসেন। তিনি শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে কোলে তুলে নিয়ে মা হিসেবে স্বীকৃতি দেন। যদি ওই শিশুটির বৈধ অভিভাবক না পাওয়া যায়, তবে তিনিই মা হিসেবে কুড়িয়ে পাওয়া শিশু কন্যাকে লালন পালন করবেন বলেও উপস্থিত সাংবাদিকদের জানান।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার শিশুটিকে নিয়ে তার নিজ বাসভবনে চলে যান।