ট্রাক নিয়ে ঘুরে ঘুরে জয়-লেখকের ত্রাণ বিতরণ
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রাকে করে হেমায়েতপুর সাভার ও আশুলিয়ার পথে পথে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে সামনে খেটে খাওয়া মানুষদের মাঝে বিনামূল্যে সবজি, তরকারি বিতরণ করেন এবং আশুলিয়া বাইপাইল মোড়ে ইফতার বিতরণ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। ।
করোনা মহামারীর কারণে খাদ্য সংকটে থাকা মানুষদের মধ্যে চাল, ডাল, আলু, পিয়াজ ও সবজি ও ইফতারিসহ নানা ধরনের খাদ্য সামগ্রী দেন ছাত্রলীগের এই শীর্ষ দুই নেতা।
এ সময় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে ছাত্রলীগ। এছাড়া কৃষক শ্রমিকদের পাশেও দাঁড়াচ্ছে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা। ছাত্রলীগের এসব কার্যক্রম করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, গত কয়েকদিন ধরেই আমরা ট্রাকযোগে ত্রাণ বিতরণ করে যাচ্ছি। একইসঙ্গে খেয়াল রাখছি যেনো জনসমাগম তৈরি না হয়। আগামীতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন ছাত্রলীগের এই শীর্ষ নেতা। সরকার ঘোষিত ছুটিতে সবাইকে ঘরে থাকতে হবে।
এ সময় ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।