Saturday, November 23, 2024
জাতীয়

ভারত থেকে আরও ২৪১ জন দেশে ফিরলেন

ভারতে আটকে পড়া ৭৩ বাংলাদেশি নাগরিককে কলকাতা থেকে আজ দেশে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই দিনে ভারতের চেন্নাই থেকে চার শিশুসহ ১৬৮ জনকে দেশে ফিরিয়ে নিয়ে এসেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

শুক্রবার বিকাল ৪টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে বিমান বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় নিশ্চিত করা হয়েছে।

ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে আরও দুইটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইটগুলো আগামী ২ ও ৩ মে দিল্লি এবং মুম্বাই শহর থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে আসবে।

এদিকে নতুন করে ভারত আরেক দফায় লকডাউন মেয়াদ বৃদ্ধি করতে যাচ্ছে। আজ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও দুই সপ্তাহ তথা ১৭ মে পযন্ত লকডাউন বাড়াতে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *