আরও তিন ল্যাবরেটরিতে করোনা পরীক্ষার অনুমতি
আরও তিন প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে পরীক্ষা করার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন-নিপসমে করা যাবে করোনা শনাক্তের পরীক্ষা।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে তিনি বলেন, ঢাকায় ১৫টি এবং ঢাকার বাইরে ১৬টি প্রতিষ্ঠানে এই পরীক্ষা হচ্ছে। গবেষণাগার বাড়তে থাকায় নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ছে।
নাসিমা বলেন, আমাদের লক্ষ্য আরও বেশি পরিমাণ নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা।
রোগটি শনাক্ত করে আক্রান্ত ব্যক্তিকে আলাদা করে এ রোগের সংক্রমণ ঠেকানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরাও। দেশে সংক্রমণ শুরু হওয়ার পর প্রথম দিকে শুধু আইইডিসিআরে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা রেখেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে চারটি বেসরকারি হাসপাতালে করোনা শনাক্তের পরীক্ষা করার অনুমতি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।