Saturday, November 23, 2024
আন্তর্জাতিক

সুইডেনে পার্কে ভিড় কমাতে ছিটিনো হচ্ছে মুরগীর বিষ্ঠা

সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর লুন্ডে এক উৎসবে যাতে লোকজন ভিড় করতে না পারে সেজন্য সেখানকার প্রধান পার্কে মুরগীর বিষ্ঠা ছিটিয়ে দেয়া হচ্ছে। বসন্ত উৎসব ওয়ালপারগিস নাইট পুরো স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল জুড়েই পালিত হয়। খবর বিবিসির।

ভিড় ঠেকাতে পার্কে মুরগীর বিষ্ঠা ছড়িয়ে দেয়ার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ‘এই সুযোগ আমরা পার্কে সার ছড়িয়ে দিতে চাই। এতে দুর্গন্ধ হবে ঠিকই। ফলে লোকজন পার্কে বসে বিয়ার পান করতে চাইবে না।’

সুইডেনে কোন লকডাউন নেই। কিন্তু সেখানে লোকজন নিজেরাই সামাজিক দূরত্ব বজায় রাখছেন। শহরের একজন কর্মকর্তা গুস্টাভ লুন্ডব্লাড বলেন, ‘জনসমাগমের ফলে লুন্ড খুব সহজেই করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *