Saturday, November 23, 2024
খেলাধুলা

টেস্ট ও টি-টোয়েন্টি শীর্ষ র‍্যাংকিংয়ে উঠল অস্ট্রেলিয়া

আইসিসি’র সর্বশেষ র‍্যাংকিংয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। বহুদিন পর এই দুই ফরম্যাটের শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। আর অজিদের জায়গা ছেড়ে দিয়ে নিচে নেমে গেছে ভারত ও পাকিস্তান। বিশেষ করে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে।

২০১৬ সালের অক্টোবর থেকে টেস্টের শীর্ষস্থান দখলে রেখেছিল ভারত। আর টানা ২৭ মাস ধরে টি-টোয়েন্টির শীর্ষে ছিল পাকিস্তান। অন্যদিকে ২০১১ সালে টি-টোয়েন্টি র‍্যাংকিং চালু হওয়ার পর এই প্রথম শীর্ষে আরোহণ করল অস্ট্রেলিয়া।

শুক্রবার (১ মে) র‍্যাংকিংয়ের সর্বশেষ আপডেট থেকে ২০১৬-১৭ মৌসুম বাদ দেওয়ার কারণে র‍্যাংকিংয়ে এই পরিবর্তন এসেছে। এই সময়ে ভারত ১২টি টেস্ট খেলে মাত্র ১টিতে হেরেছিল। পাঁচটি সিরিজ ঘরে তুলেছিল দলটি, এর মধ্যে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজও আছে। এছাড়া একই সময়ে অস্ট্রেলিয়া ভারত ছাড়া শুধু দক্ষিণ আফ্রিকার কাছে হারের মুখ দেখেছে।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৭৮। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬৮ এবং ২৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারত। এরপরই পাকিস্তান। অর্থাৎ শীর্ষস্থান থেকে সোজা চতুর্থ স্থানে নেমে গেছে পাকিস্তান (২৬০)। পঞ্চম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা (২৫৮)।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অবশ্য শীর্ষেই আছে ভারত। কোহলিবাহিনীর পয়েন্ট ৩৬০। দ্বিতীয় স্থানে থাকা অজিদের পয়েন্ট মাত্র ৬৪।

ওয়ানডে র‍্যাংকিংয়ে এখনও শীর্ষেই আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২৭। ১১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড (১১৬)। চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা (১০৮) এবং ১০৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *