Saturday, November 23, 2024
জাতীয়

করোনায় মারা গেল আরও এক পুলিশ সদস্যের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক পুলিশ সদস্য। শুক্রবার সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তার নাম নাজির উদ্দীন। তিনি পুলিশের উপ-পরিদর্শক ছিলেন। কাজ করতেন স্পেশাল ব্রাঞ্চের প্ররক্ষা শাখায়।

পুলিশ সদস্য নাজিরের গ্রামের বাড়ি পাবনার ভাংগুরা থানার কাজিটোলা গ্রামে। শুক্রবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে তার নামাজে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহ দাফন করা হবে।

পুলিশ সদরদপ্তর জানায়, নাজির উদ্দীনের দেহে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয় গত ২৫ এপ্রিল। পরে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, এখন ঢাকাসহ সারা দেশে পুলিশে ৫৩৭ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *