বগুড়ায় অসহায়দের পাশে কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক শফিক
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর পাদুর্ভাব এর কারনে অন্যান্য জেলার মত বগুড়া জেলাকে প্রশাসন লকডাউন ঘোষণা করেছে এরই ধারাবাহিকতায়, গৃহবন্দী ও কর্মহীন হয়ে পরেছেন সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ, অনেক পরিবার খাদ্য সংকটে পরেছেন।
নিজ জন্মস্থান বগুড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক করোনা সংকটে কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়া ঘর বন্দী মানুষের ঘরে ঘরে পৌছে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী। বগুড়া শহরের ২১ টি ওয়ার্ড এবং ১১ টি ইউনিয়নের প্রথম ধাপে মোট ৪ হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে পৌঁছিয়ে দিতে তিনি নিজে মানুষের বাড়িতে।
সাখাওয়াত হোসেন শফিক নিজে উপস্থিত থেকে বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত প্রথম ধাপে পৌর এলাকার ৪টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী অসহায়দের হাতে তুলে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাউল, তৈল, লবন, আলু, ছোলা বুট,সাবান, আলু ও পিয়াজ।
এ সময় তার সাথে ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, পৌর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হাসান জিসু, রাবি ছাত্রলীগ নেতা আবু জুবায়ের, মাহমুদুন নবী রাসেল, সুপান্ত মল্লিক, তারিক, শিমুল হোসেন, ছাত্র নেতা সেভিট মন্ডলসহ আরো অনেকে।