Saturday, November 23, 2024
খেলাধুলা

সাকিবকে নিষেধাজ্ঞায় ফেলা জুয়াড়িও আগরওয়ালও নিষিদ্ধ

আগরওয়ালকেও দুর্নীতি দমন বিধিমালা ভঙ্গের দায়ে দুই বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করলো আইসিসি। আইসিসির সন্দেহভাজন জুয়াড়িদের তালিকায় আছে তার নাম।

সাকিবের মতো আগরওয়ালও দোষ স্বীকার করে আইসিসিকে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে পার্থক্য হলো সাকিবের নিষেধাজ্ঞা যেখানে এক বছরের জন্য স্থগিত, সেখানে আগরওয়ালের স্থগিত নিষেধাজ্ঞা ছয় মাসের। আইসিসি বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে, সব শর্ত মেনে চললে দেড় বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী বছর ২৭ অক্টোবর আবার ক্রিকেটে যুক্ত হতে পারবেন আগরওয়াল।

আইসিসি বিবৃতিতে সংস্থার মহাব্যবস্থাপক (শুদ্ধাচার) অ্যালেক্স মার্শালকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘মি. দীপক আগরওয়াল বেশ কয়েকবার আমাদের তদন্তকাজে বাধা দিয়েছেন বা বিলম্ব ঘটিয়েছেন। এটা বিচ্ছিন্নভাবে একবারই ঘটেনি। তবে আইসিসির দুর্নীতি দমন বিধিমালা ভাঙার অভিযোগ দ্রুতই মেনে নিয়েছেন তিনি এবং অভিযুক্ত অন্যদের বিরুদ্ধে তদন্তকাজে দুর্নীতি দমন ইউনিটকে সাহায্য করে যাচ্ছেন। তার শাস্তির ক্ষেত্রে এ বিষয়টি প্রতিফলিত হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *