Saturday, November 23, 2024
বাংলাদেশ

ধুনটে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল ছাত্রলীগ

বগুড়া ধুনট উপজেলার মথুরা ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামে ১ কৃষকের ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের নেতৃত্বে আরও ১৫/২০ জন নেতাকর্মী।

আজ (বৃহস্পতিবার) সকালে কৃষক মলম বেপারির ২৬ শতক জমির ধান কেটে বাড়িতে বাড়ি পৌঁছে দিয়েছে এবং মাড়াই করে দিয়েছে।

এ বিষয়ে ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের নির্দেশে মোতাবেক কৃষকের ধান কেটে দেই। যে সব কৃষক আর্থিক সমস্যার কারনে তাদের ধান কেটে বাড়িতে নিতে পারবেন না তারা আমাদের ফোনে জানালে আমরা সেখানে গিয়ে ওই সব কৃষকের ধান কেটে দিবো।

তিনি বলেন, আমি গরীব কৃষকের পাশে ধুনট উপজেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দুকে নিয়ে সব সময় থাকতে চাই।

স্বপন বলেন, জননেত্রী শেখ হাসিনার এই কৃষিবান্ধব নির্দেশে এগিয়ে এসেছি আমরা । ছাত্রলীগের সুনাম দরিদ্র কৃষকও যখন করে তখন আনন্দে মনটা ভরে উঠে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম রুবেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখা ছাত্রলীগ নেতা খোকন মাহমুদ, ধুনট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ, আইন বিষয়ক সম্পাদক আল-আমিন, অর্থ বিষয়ক সম্পাদক পলাশ আকতার, স্কুল বিষয়ক সম্পাদক মানিক ইসলাম, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক উজ্জল মাহমুদ, সদস্য হাসান মাহমুদ রাব্বি, অনিক রহমান রুবেল, সম্রাট হোসেন, ছাত্রলীগ নেতা রবিন হাসান, শাকিল আহমেদ, নাসিম মিয়া, মিলন রহমান, শুভ, সিয়াম, হৃদয় ও নূর আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *