কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিচক্ষণতা, খুশী তৃণমূলের কর্মীরা
স্থগিত আর স্থগিতাদেশ প্রত্যাহার এসব নিয়ে বেশ আলোচনা ছিলো ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা ইউনিট। অবশেষে রবিবার ঘোষিত হয় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি। খোঁজ নিয়ে জানা যায় এতে সুনামগঞ্জ জেলার আওয়ামীলীগের সকল নেতা খুবই খুশি।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতারাই বলছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সিলেটের সন্তান এস.এম. জাকির হোসাইন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করে রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তৃণমুলের নেতা কর্মীরা এস. এম. জাকির হোসাইন প্রশংসা করে বলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি গঠনের ক্ষেত্রে রাজনৈতিক বিচক্ষণতা ও দুরদর্শীতার পরিচয় দিয়েছেন ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সসম্পাদক এস এম জাকির হোসাইন।
উল্লেখ্য রোববার (৩ডিসেম্বর) এ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। কমিটিতে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে আরিফ উল আলম,(পৌর মেয়র আয়ুব বখত জগলু বলয়ের) এবং যুগ্ম-আহ্বায়কের দায়িত্বে রয়েছেন নাজমুল হক কিরন, (জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন বলয়ের), দিপংকর কান্তি দে,(নুরুল হুদা মুকুট জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক জেলা আ্ওয়ামীলীগ বলয়ের),এনায়েত রেজা জিসান,(জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এম,পি মতিউর রহমান বলয়ের) , সোহেল রানা,(সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্বরন বলয়ের), মাসকাওয়াত জামান ইন্তি, (নুরুল হুদা মুকুট,জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক জেলা আ্ওয়ামীলীগ বলয়ের), আশিকুর রহমান রিপন,(জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আহমদ বলয়ের) বলে জানা যায়।
কমিটির চারজন সদস্য হলেন ফয়সাল আহমেদ, অভিজিৎ চৌধুরী, আশরাফুল ইসলাম ও ইশতিয়াক আলম পিয়াল।