বাংলাদেশ ট্রায়াথলন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলশান ক্লাবে গত ১৫ মার্চ বাংলাদেশ ট্রায়াথলন অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়া ট্রায়াথলন অ্যাসোসিয়েশনের সভাপতি নীলেন্দ্র রাজ শ্রেষ্ঠ এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান কোহিনুর।
সভায় সকলের সম্মতিক্রমে পাঁচ বছর মেয়াদি ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এতে সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বশির আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুল করিম।
নতুন কমিটিতে আরও যাঁরা নির্বাচিত হয়েছেন:
- সহ-সভাপতি (২ জন)
- যুগ্ম সাধারণ সম্পাদক (১ জন)
- কোষাধ্যক্ষ (১ জন)
- সদস্য (৫ জন)
দেশের অন্যতম সেরা ট্রায়াথলেট মিশু বিশ্বাসকে নতুন কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক আয়রনম্যান প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন এবং আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ার কারণে তাঁকে সদস্য পদে নির্বাচন করা হয়।
বাংলাদেশ ট্রায়াথলন অ্যাসোসিয়েশন ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাহবুব আরা বেগম গিনি। এক যুগেরও বেশি সময় ধরে অ্যাসোসিয়েশনটি দেশে ট্রায়াথলন খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছে।
নবনির্বাচিত কমিটি ট্রায়াথলন প্রশিক্ষণ ক্যাম্প এবং জাতীয় পর্যায়ে আরও বেশি প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।